আন্তর্জাতিক ডেস্ক:
ইসরাইলি ট্যাংকের গোলায় সোমবার ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের এক যোদ্ধা নিহত হয়েছেন। সীমান্তবেষ্টনী কেটে ইসরাইলে ঢুকতে চাইলে এ সময় আরও দুজনকে আটক করা হয়েছে।-খবর রয়টার্সের।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৩০ বছর বয়সী নিহত যোদ্ধার নাম মোহাম্মদ আল রুদিয়া। এ ছাড়া এতে আরও একজন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীরা বলেন, একটি পর্যবেক্ষণ পয়েন্ট থেকে ইসরাইলি সেনাবাহিনীর ট্যাংক গর্জে উঠলে তিনি নিহত হন। হামাসের সামরিক শাখা ইজ্জেদিন আল কাসেম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, রুদিয়া তাদের সদস্য ছিলেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসরাইলি সেনাদের গুলিতে আহত এক ফিলিস্তিনি মারা গেছেন।
কয়েক দিন আগে নেসার আল আরিনি নামের ওই বিক্ষোভকারী গাজা উপত্যকার পূর্ব জাবালিয়ায় সেনাবাহিনীর গুলিতে আহত হয়েছিলেন। গত ৩০ মার্চ ফিলিস্তিনিদের বসতবাড়িতে ফেরার বিক্ষোভ শুরু হলে ইসরাইলি সেনাদের গুলিতে এ পর্যন্ত ১২১ ফিলিস্তিনি নিহত হন। সবচেয়ে বেশি নিহত হন চলতি মাসের ১৪ তারিখে।
এদিন তেলআবিব থেকে জেরুজালেমে ইসরাইলে মার্কিন দূতাবাস স্থানান্তরের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভে নেমেছিলেন নিরস্ত্র ফিলিস্তিনিরা। নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়ে ইসরাইলি স্নাইপাররা ৬২ জনকে হত্যা করেছে।
দৈনিকদেশজনতা/ আই সি