২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:৪০

সিএনজি চালক হত্যা মামলায় দু’জনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিবেদক:  

চট্টগ্রামের হাটহাজারী থানার জোবরা গ্রামে সিএনজি চালক আকতার হোসেনকে হত্যার দায়ে দুজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই আদেশে দু’জনকে বেকসুর খালাস দেয়া হয়।

সোমবার দুপুরে সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফেরদৌস আরার আদালত এ আদেশ দেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট দেলোয়ার হোসেন বিষয়টি  নিশ্চিত করেন।

দণ্ডিতরা হলেন- আলী আজম (২৫) ও মোহাম্মদ আলম (২২)। এদের মধ্যে আজম পলাতক হলেও রায় ঘোষণার সময় আলম আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

অন্যদিকে অভিযাগ প্রমাণিত না হওয়ায় নাইমুল ইসলাম রাকিব (২২) ও মোহাম্মদ নাছির (২৬) নামে দুজনকে বেকসুর খালাস দেন আদালত।

আদালাত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর হাটহাজারীর জোবরা গ্রামে সিএনজি চালক আকতার হোসেনকে দণ্ডিতরা কৌশলে একটি মৎস প্রকল্পে ডেকে এনে খুন করেন। একই সময়ে আকতারের সিএনজি বিক্রির ২ লাখ ৯০ হাজার টাকাও আত্মসাৎ করে তার লাশও ঘুম করে ফেলেন। ঘটনার পর নিহতের ভাই বাদী হয়ে হাটহাজারী থানায় একটি হত্যা মামলা করেন।

পরে পুলিশি জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যার দায় স্বীকার করে ঘুম করা লাশের সন্ধান দেন। ২০১২ সালের ৩ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকার একটি মৎস প্রকল্প থেকে আকতারের মরদেহ উদ্ধার করে পুলিশ। ২০১৩ সালের ১৫ জুলাই আদালতে মামলার অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২০১৪ সালের ৯ মার্চ আসামিদের বিরুদ্ধে বিচার কাজ শুরু হয়ে ১৩ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ সোমবার এ রায় প্রদান করেন আদালত।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ২৮, ২০১৮ ৭:৪০ অপরাহ্ণ