১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪০

ইতালির ফার্স্ট সিকিউরিটির সঙ্গে ইসলামী ব্যাংকের রেমিট্যান্স চুক্তি

নিজস্ব প্রতিবেদক:

ইসলামী ব্যাংক ব্যাংলাদেশ লিমিটেড ও ইতালির ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জের মধ্যে রেমিট্যান্স সংক্রান্ত চুক্তিপত্র গত বৃহস্পতিবার ইসলামী ব্যাংক টাওয়ারের বোর্ডরুমে হস্তান্তর করা হয়েছে।

ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আব্দুল হামিদ মিয়া এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জের পক্ষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ ওয়াসেক মো. আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন।

অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হাবিবুর রহমান ভূইয়া এফসিএ, মো. মাহবুব-উল-আলম, মু. শামসুজ্জামান, আব্দুস সাদেক ভুইয়া, জে.কিউ.এম হাবিবুল্লাহ এফসিএস, মো. তাহের আহমেদ চৌধুরী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইং প্রধান মো. শফিকুর রহমান এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর কাজী ওসমান আলীসহ অন্যান্য কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।

এ চুক্তির ফলে ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা আরো সহজে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে পারবেন।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ৩, ২০১৭ ১:৫২ অপরাহ্ণ