বিনোদন ডেস্ক:
তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ ছবিটি অষ্টম সার্ক চলচ্চিত্র উৎসবে বাজিমাত করেছে। বিচারকদের রায়ে সেরা চলচ্চিত্র, সেরা চিত্রগ্রাহক, সেরা সম্পাদনা ও সেরা সংগীত—এই চারটি শাখায় পুরস্কার অর্জন করেছে ছবিটি।
উৎসবের সমাপনী দিনে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে সার্ক কালচারাল সেন্টারে তৌকীর আহমেদের হাতে পুরস্কার তুলে দেন সার্ক কালচারাল সেন্টারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও উৎসব কর্তৃপক্ষ। সেই সময় উপস্থিত ছিলেন সার্কভুক্ত দেশসমূহের রাষ্ট্রদূত, সদস্য দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অংশগ্রহণকারীরা। আরো উপস্থিত ছিলেন শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ও ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
পুরস্কার পেয়ে ছবির কলাকুশলীদের শুভেচ্ছা জানিয়েছেন তৌকীর আহমেদ। তৌকীর আহমেদ বলেন, ‘দেশের বাইরের উৎসবে পুরস্কার পেলে অন্য রকম অনুভূতি হয়। কারণ, উৎসবে বাংলাদেশের নাম আসে। এটা অনেক আনন্দ দেয়। গর্বও হয়।’
এবার সার্ক চলচ্চিত্র উৎসবে তৌকীর আহমেদের ‘হালদা’ ছাড়াও মোরশেদুল ইসলামের ‘আঁখি ও তাঁর বন্ধুরা’ ও আকরামের খানের ‘খাঁচা’ আমন্ত্রিত হয়েছিল।
দৈনিক দেশজনতা/ টি এইচ