১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫২

রাশিয়ার সুখোই-৫৭ কিনছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ জঙ্গিবিমান না কিনে তার পরিবর্তে রাশিয়ার কাছ থেকে পঞ্চম প্রজন্মের সুখোই-৫৭ জঙ্গিবিমান কিনতে পারে তুরস্ক। তুরস্কের কাছে বিমান বিক্রিতে যুক্তরাষ্ট্রের নানা শর্তজুড়ে দিয়ে তালবাহানার কারণে আঙ্কারা এমন সিদ্ধান্ত নিতে পারে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হামি আকসয় এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। খবর ইয়েনি সাফাক পত্রিকা।

রাশিয়ার কাছ থেকে তুরস্ক এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা কিনতে চাওয়ায় যুক্তরাষ্ট্র দেশটির কাছে এফ-৩৫ বিমানের সরবরাহ পিছিয়ে দিয়েছে। এমনকি এ বিমান সরবরাহ নাও করা হতে পারে বলে হুমকি দিয়েছে। এ অবস্থায় তুরস্ক বিকল্প হিসেবে রাশিয়ার কাছ থেকে সুখোই-৫৭ বিমান কিনতে পারে। মার্কিন এফ-৩৫ বিমানে একটি ইঞ্জিন কিন্তু রুশ সুখোই-৫৭ বিমানে দুটি ইঞ্জিন।

এ ছাড়া সুখোই বিমান কিনতে খরচ পড়বে এফ-৩৫ বিমানের প্রায় অর্ধেক। রুশ বিমানটিতে তুর্কি সফটওয়্যারসহ অন্যকিছু সরঞ্জাম বসানো হলে এফ-৩৫ বিমানের চেয়ে সুখোই-৫৭ বিমান তুরস্কের চাহিদা বেশিপূরণ করতে পারে বলে জানান ওই তুর্কি কর্মকর্তা।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ২৮, ২০১৮ ২:২৫ অপরাহ্ণ