১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৯

না‘গঞ্জে গার্মেন্টসকর্মী গণধর্ষণের পর হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আলোচিত গার্মেন্টসকর্মী আসমা আক্তারকে অপহরণ করে গণধর্ষণের পর হত্যা মামলায় তিনজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দিয়েছেন আদালত। এসময় আরও চারজনকে খালাস দেয়া হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জুয়েল রানা এ রায় দেন।

এ সময় দণ্ডপ্রাপ্ত প্রত্যেকের কাছ থেকে এক লাখ টাকা করে জরিমানা আদায় করে নিহতের পরিবারকে দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার নুরুদ্দিনের ছেলে নাসির উদ্দিন বিটল (৪০), মৃত. আ. সালামের ছেলে খোকন মিয়া (৩২), আবু মিয়ার ছেলে ছুফুন (৩৪)।

এ মামলার রায়ে খালাসপ্রাপ্তরা হলেন- সালামত, মিজান, হাসান কবির মেম্বার ও আ. মজিদ।

আদালতের স্পেশাল পিপি রকিব উদ্দিন বলেন, ২০০৮ সালের ১২ মার্চ বন্দর উপজেলার ভদ্রাসন এলাকায় গার্মেন্টকর্মী আসমা আক্তারকে (২৮) অপহরণ করে গণধর্ষণের পর হত্যা করে লাশ ডোবায় ফেলে দেয়া হয়। এ ঘটনায় প্রথমে নিহতের বাবা রাজা মিয়া বাদী হয়ে অপহরণ মামলা দায়ের করেন। পরে লাশ পাওয়ার পর তদন্তে হত্যার রহস্য খুঁজে পায় পুলিশ।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ২৮, ২০১৮ ২:২৮ অপরাহ্ণ