নিজস্ব প্রতিবেদক:
আজ রাতে আরও ৪০জন নারী সৌদি আরব থেকে দেশে ফিরছেন। রবিবার রাত ৮টায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের পৌঁছানোর কথা। জেদ্দায় অবস্থিত বাংলাদেশি কনস্যুলেটের একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, এই ৪০ নারী শ্রমিকের ফেরতের ব্যাপারে এরই মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।
ফেরত আসা ৪০ নারীর একজন কেরানীগঞ্জের ঝর্ণা। মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনিসহ মোট ৪০ জন একই ফ্লাইটে রাতে ঢাকা ফিরছেন।
ঝর্ণার বাবা তোফাজ্জল হাওলাদার বলেন, ‘আমার মেয়ে রাতে আসতেছে, আমাদের জানাইছে।’
দৈনিক দেশজনতা/ টি এইচ