১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৪

ঘাটাইলে এক রশিতে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের ঘাটাইলে একই রশিতে ঝুলে স্বামী-স্ত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতে উপজেলার বগা (মধ্যপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। আজ সকাল ১০টায় পুলিশ তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। নিহতরা হলেন বগা (মধ্যপাড়া) গ্রামের নূরু কাজীর ছেলে তারা কাজী (২৭) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোয়ালপাড়া গ্রামের খাজা মিয়ার মেয়ে খাদিজা খাতুন (২৪)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকায় গার্মেন্টসে চাকরি করার সময় প্রথম স্ত্রী রেখে ৩ মাস আগে দ্বিতীয় বিয়ে করেন তারা কাজী। দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রী সুমাইয়া বেগম আদালতে মামলা করেন।

দ্বিতীয় স্ত্রী খাদিজাকে নিয়ে তিনি ঢাকায় চলে আসেন। তারা কাজী ঢাকা থেকে বাড়িতে গেলে পরিবারের সবাই দ্বিতীয় স্ত্রীকে ছেড়ে দিতে বলে। এর জের ঘরেই রাতেই বাড়ীর পাশে আমগাছে দুইজন ফাঁসিতে ঝুলে আত্মহত্যার করেছেন বলে ধারণা করছেন সবাই।

তারা কাজীর প্রথম স্ত্রী সুমাইয়া বেগম জানান, আমার সাথে ওর কোন দ্বন্দ্ব ছিল না। ৩ দিনের মেয়েকে রেখে সে ঢাকায় বিয়ে করেছে। এরপর থেকে আমি আমার বাবার বাড়িতেই থাকি।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, দ্বিতীয় স্ত্রীকে ছাড়তে পারবে না বলে হয়তো আবেগে আত্মহত্যা করেছে বলে প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ২৭, ২০১৮ ২:৩৫ অপরাহ্ণ