১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৪

দুর্নীতি অভিযোগে মায়ানমারের অর্থমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক:

দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেছেন মায়ানমারের অর্থমন্ত্রী কিয়াও উইন। এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট উইন মিন্ত বলেছেন, কিয়াও উইনকে পদত্যাগের অনুমতি দেয়া হয়েছে।

তবে ওই বিবৃতিতে কিয়াও উইনের পদত্যাগের কোনো কারণ উল্লেখ করা হয়নি। এমন এক সময় কিয়াও উইন পদত্যাগ করলেন যখন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কিয়াও উইনের বাড়ি তল্লাশি করেছে মায়ানমারের দুর্নীতি দমন কমিশন। কমিশনের প্রধান বলেন, অর্থমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চূড়ান্ত অবস্থায় আছে। এদিকে এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করেও কিয়াও উইন বা সরকারি কোনো মুখপাত্র বা দুর্নীতি দমন কমিশনের কারও বক্তব্য পায়নি বার্তা সংস্থা রয়টার্স।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ২৭, ২০১৮ ১২:৩৫ অপরাহ্ণ