১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৭

সিলেটে বজ্রপাতে নিহত ৩

সিলেট প্রতিনিধি:

সিলেট সদর উপজেলায় বজ্রপাতে দুই ভাইসহ তিনজন নিহত হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার মোগলগাঁও ইউনিয়নের মীরেরগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই এলাকার বদর উদ্দিনের ছেলে বাবুল মিয়া (১৮), তার ভাই ইমন মিয়া (১২) এবং একই এলাকার বিলাল উদ্দিনের ছেলে আবদুল আমিন (১৭)।

মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলের দিকে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় গ্রামের পাশের হাওরে মাছ ধরারত অবস্থায় বজ্রপাতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। তাদের মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :মে ২৭, ২০১৮ ১০:০৪ পূর্বাহ্ণ