১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৮

বারবাডোজের প্রথম নারী প্রধানমন্ত্রীর শপথগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক:

ওয়েস্ট ইন্ডিয়ান দ্বীপপুঞ্জের দ্বীপরাষ্ট্র বারবাডোজের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন মিয়া আমোর মোটলি।

স্থানীয় সময় শুক্রবার নির্বাচনের ফল ঘোষণার পরপরই শপথ নেন ৫২ বছর বয়সী মোটলি। তিনি এর আগে বিএলপির ব্রিজটাউনের সদরদপ্তরে সমর্থকদের অভিনন্দন জানান।

এর আগে গত বৃহস্পতিবারের নির্বাচনে তার দল বারবাডোজ লেবার পার্টি (বিএলপি) পার্লামেন্টের ৩০টি আসনের সবকটিতে বিজয়ী হয়। ২ লাখ ৮৫ হাজার বাসিন্দার ক্যারিবীয় দ্বীপটিতে এবারই প্রথম কোনো দল পার্লামেন্টের সবগুলো আসন জিতে নিল বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

পরাজিত প্রধানমন্ত্রী ও ডেমোক্রেটির লেবার পার্টির (ডিএলপি) নেতা ফ্রন্ডাল স্টুয়ার্ট পরাজয় মেনে নিয়ে মোটলিকে অভিনন্দন জানিয়েছেন।

অথচ আগের নির্বাচনে ১৬টি আসনে জিতে কোনোরকমে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছিল ২০১০ সাল থেকে ক্ষমতায় থাকা ডিএলপি।

এদিকে যুক্তরাষ্ট্র সরকার নতুন প্রধানমন্ত্রী মোটলিকে অভিনন্দন জানিয়েছে। সেইসঙ্গে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র বারবাডোজের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনে পাশে থাকারও প্রতিশ্রুতি দিয়েছে ট্রাম্প সরকার।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ২৬, ২০১৮ ৭:৩১ অপরাহ্ণ