২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:২৮
El Presidente Juan Manuel Santos afirmó hoy que si se alcanza la paz con el ELN “será el fin de las guerrillas, y podremos concentrarnos todos en hacer de nuestro país, desde la democracia, la nación libre, normal, moderna, justa e incluyente que podemos”

আগামী সপ্তাহে ন্যাটো জোটে যোগ দিচ্ছে কলম্বিয়া

আন্তর্জাতিক ডেস্ক:
আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে প্রথম ল্যাটিন আমেরিকান দেশ হিসেবে ন্যাটোর ‘বৈশ্বিক অংশীদার’ হতে যাচ্ছে কলম্বিয়া। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস একথা বলেন।
সান্তোস বলেন, ‘এটা বিশ্বের দরবারে কলম্বিয়ার ভাবমূর্তি উজ্জ্বল করবে। আগামী সপ্তাহে আমরা আনুষ্ঠানিকভাবে ব্রাসেলসে ন্যাটোর অংশীদার হতে যাচ্ছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ন্যাটোতে কলম্বিয়ার অন্তর্ভুক্তি বৈশ্বিক অংশীদারিত্ব। আমরাই ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে প্রথম এই বিশেষ সুবিধা পেতে যাচ্ছি।
সান্তোস দেশটির সরকার ও ফার্ক বিদ্রোহীদের মধ্যে অর্ধশত বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত বন্ধে প্রচেষ্টা চালানোর জন্য ২০১৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান।

উল্লেখ্য, কলম্বিয়ার পাশাপাশি, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইরাক, জাপান ও কোরিয়া রিপাবলিক (দ. কোরিয়া), মঙ্গোলিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তান ন্যাটোর বৈশ্বিক অংশীদার হতে যাচ্ছে।-এএফপি।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ২৬, ২০১৮ ৩:২১ অপরাহ্ণ