১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৫

প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা: আটক ১০

বরিশাল প্রতিনিধি:

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার পরিকল্পনার অভিযোগে বরিশালে সাবেক ছাত্রলীগ নেতাসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাত ও আজ শনিবার সকালে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করে কোতোয়ালি মডেল থানার পুলিশ। আটক করা ব্যক্তিদের কাছ থেকে প্রশ্নপত্র ফাঁসে ব্যবহৃত বেশ কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস ও নগদ দেড় লাখ টাকা উদ্ধার করা হয়।

আজ শনিবার সকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন। আটক করা ১০ জনের মধ্যে বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল করিম ওরফে বাপ্পি ও তাঁর সহযোগী সোহেলের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি আটজনের পরিচয় এখনো জানা যায়নি।

এসআই মহিউদ্দিনের ভাষ্য, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে নগরের গির্জা মহল্লা এলাকার আবাসিক হোটেল ইম্পিরিয়ালে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে তিন পরীক্ষার্থীসহ সাতজনকে আটক করা হয়। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী আজ ভোরে নগরের চৌমাথা এলাকার সৈয়দ সরকারি হাতেম আলী কলেজসংলগ্ন মহল্লার একটি বাড়িতে অভিযান চালিয়ে রেজাউল করিমসহ আরও দুই পরীক্ষার্থীকে আটক করা হয়। এসব অভিযানে বেশ কয়েকটি ইলেকট্রনিকস ডিভাইস ও নগদ দেড় লাখ টাকা উদ্ধার করা হয়েছে। বরিশালে আজ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা চলছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ২৬, ২০১৮ ১:৩৯ অপরাহ্ণ