১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০২

কয়েক হাজার রাউটার হ্যাক করেছে রুশ হ্যাকাররা: এফবিআই

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই শুক্রবার সতর্ক করে জানিয়েছে, রাশিয়ার কম্পিউটার হ্যাকাররা ৫০টিরও বেশি দেশে কয়েক হাজার বাসা ও অফিসের রাউটার হ্যাক করেছে। এর মধ্য দিয়ে রুশ হ্যাকাররা ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এখবর জানা গেছে।

এফবিআই বিভিন্ন ব্র্যান্ডের রাউটারের মালিকদের আহ্বান জানিয়েছে তা বন্ধ করে পুনরায় চালু এবং নিজেদের সুরক্ষার জন্য নির্মাতা প্রতিষ্ঠানের কাছ থেকে সর্বশেষ আপডেট ডাউনলোড করার জন্য। এছাড়া রিমোট ব্যবস্থাপনা বাতিল ও পাসওয়ার্ড পরিবর্তনেরও পরামর্শ দেওয়া হয়েছে।

বুধবার আদালতের এক আদেশে এফবিআই এক হ্যাকারের একটি ওয়েবসাইট জব্দ করার অনুমতি পায়। ওই হ্যাকার রাউটারকে নির্দেশনা দেওয়ার পরিকল্পনা করছিল। যদিও ওই সন্দেহজনক যোগাযোগ এফবিআই বিচ্ছিন্ন করতে পারেনি এবং রাউটারটি আক্রান্ত হয়। এরপরই শুক্রবার আক্রান্ত রাউটারগুলোকে ঝুঁকিমুক্ত করার উদ্যোগ হিসেবে এই সতর্কতা জারি করা হলো।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ৫০টিরও বেশি দেশে রাউটার আক্রান্ত হয়েছে। তবে এই হামলার প্রধান লক্ষ্যবস্তু সম্ভবত ইউক্রেন। আদালতের অনুমতি পাওয়ার জন্য জাস্টিস ডিপার্টমেন্ট জানায়, এই ঘটনায় জড়িত হ্যাকাররা সোফ্যাসি গোষ্ঠী নামে পরিচিত। তারা রুশ সরকারের নির্দেশে এমন কাজ করছে। হ্যাকারদের এই গোষ্ঠীটি এপিটি২৮ ও ফ্যান্সি বিয়ার নামেও পরিচিত। তাদের বিরুদ্ধে বড় বড় হ্যাকিংয়ের অভিযোগ উঠেছে। এর মধ্যে রয়েছে ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির কম্পিউটার হ্যাকিংয়ের ঘটনা।

এর আগে সিসকো সিস্টেমস জানায়, হ্যাকাররা বেলকিন ইন্টারন্যাশনালের  লিঙ্কসিস, মাইক্রো টিক, নেটগিয়ার, টিপি-লিংক ও কিউন্যাপ রাউটারকে টার্গেট করেছে। এক এফবিআই কর্মকর্তা রয়টার্সকে জানান, ইলেক্ট্রনিক দোকান ও অনলাইনে কেনা রাউটারগুলোতে হামলা চালিয়ে আক্রান্ত করেছে হ্যাকাররা। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের সরবরাহকৃত রাউটারগুলোও আক্রান্ত হওয়ার আশঙ্কা একেবারে উড়িয়ে দেয়নি এফবিআই।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ২৬, ২০১৮ ১:৩৫ অপরাহ্ণ