১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৭

অবশেষে গ্রেফতার হার্ভি ওয়ানস্টাইন

বিনোদন ডেস্ক:

অবশেষে গ্রেফতার হলেন হার্ভি ওয়ানস্টাইন। শুক্রবার সকালে নিউ ইয়র্ক পুলিশের কাছে আত্মসমর্পণ করেন ধর্ষণে অভিযুক্ত এই পরিচালক। লুসিয়া ইভান্স, অ্যাশলি জুড থেকে রোজ ম্যাকগোওয়ান, হলিউডের এই মুভি টাইকুনের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন অন্তত আশি জন অভিনেত্রী।

মি-টু মুভমেন্টে অন্যতম অভিযুক্তদের মধ্যে একজন হার্ভি। লস অ্যাঞ্জেলেস ও লন্ডনেও সেক্স ক্রাইমের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। অক্টোবর মাসে প্রথমবার এই প্রযোজকের দুষ্কর্মের কথা সামনে আসে। তাঁর গ্রেফতারিকে অনেকেই মি টু মুভমেন্টের সাফল্য হিসেবেই দেখছেন ৷

তবে যে দুই অভিযোগের ভিত্তিতে উইনস্টাইনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল তার একটি করেছিলেন লুসিয়াই। ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নিকে তিনি জানিয়েছিলেন, হলিউড প্রডিউসার উইনস্টাইন তার সঙ্গে কাজ নিয়ে আলোচনা করবেন বলে ডেকে তাকে ওরাল সেক্স-এ বাধ্য করেন। তবে ধর্ষণের অভিযোগটি কে আনেন তা এখনও জানা যায়নি।

ম্যানহাটনের জেলা আদালত এই দুই অভিযোগের ভিত্তিতে ৬৬ বছরের উইনস্টাইনের বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করে। তবে আত্মসমর্পণের আগেই জামিন নিয়ে আলোচনা সেরেছিলেন তিনি। জামিন পেতে গেলে, তাকে দশ লক্ষ মার্কিন ডলার দিতে হবে এবং তাকে নজরদারি যন্ত্র পরে থাকতে হবে। তার ভ্রমণের উপরও নিয়ন্ত্রণ জারি করা হবে। তাকে পাসপোর্ট জমা রাখতে হবে। উইনস্টাইনের আইনজীবী বেঞ্জামিন ব্রাফম্যান এই নিয়ে কোনো মন্তব্য করেননি। আগে অবশ্য ব্রাফম্যান জানিয়েছিলেন, তার মক্কেল উইনস্টাইন কারও সম্মতি ছাড়া সহবাসের অভিযোগ অস্বীকার করেছেন।

দৈনিক দেশজনতা/ টি এইচ

 

প্রকাশ :মে ২৬, ২০১৮ ১২:২১ অপরাহ্ণ