১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৮

রাতে রিয়াল-লিভারপুল শিরোপার লড়াই

স্পোর্টস ডেস্ক:      

একদিকে বিশ্বকাপের আবহ। আর অন্যদিকে ২৬ মে দিনটির জন্য অপেক্ষা। গেল কিছু দিন এই দুইয়ের মাঝেই কেটেছে ফুটবল বিশ্বের। কাঙ্খিত ২৬ মে সবার সামনে উপস্থিত রোমাঞ্চকর এক রাত নিয়ে। ইউক্রেনের কিয়েভে শনিবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। যেখানে লড়বে জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ ও ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কার ঘরে উঠে শিরোপা এ প্রশ্নের উত্তর জানতে মুখিয়ে সবাই। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে।

চ্যাম্পিয়ন্স লিগের পুরোনো সংস্করণ মিলিয়ে রিয়াল মাদ্রিদ ১২ বারের চ্যাম্পিয়ন। অন্যদিকে ৫ বারের সেরা লিভারপুল। ২০০৬-০৭ মৌসুমের পর এবারই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইংলিশ ক্লাবটি। সর্বশেষ শিরোপা যাদের ২০০৫ সালে। আর জিদানের রিয়াল মাদ্রিদ শেষ দুটি শিরোপাই ঘরে তুলেছে। চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালই একমাত্র দল যাদের আছে টানা দুই শিরোপার রেকর্ড।

এদিন লিভারপুলকে হারালে টানা তিনটি শিরোপা জিতে নতুন রেকর্ড গড়বে রিয়াল। এর আগে চ্যাম্পিয়ন্স লিগের পুরোনো সংস্করণ ইউরোপিয়ান কাপে টানা তিনবার শিরোপা জেতার রেকর্ড গড়েছিল বায়ার্ন মিউনিখ। সেটি ১৯৭৪ সাল থেকে ১৯৭৬ সাল পর্যন্ত তিন মৌসুমে।

রিয়াল-লিভারপুল লড়াইয়ে আরেকটি দ্বৈরথ দেখার অপেক্ষায় সবাই। সেটি ক্রিস্তিয়ানো রোনালদো বনাম মোহাম্মদ সালাহ। ক্যারিয়ারে অর্জন বা কীর্তি কোনো কিছুতেই রোনালদোর সঙ্গে সালাহ তুলনায় আসেন না। কিন্তু দীর্ঘদিন ধরেই বিশ্ব ফুটবলে রোনালদো-মেসি’র যে দ্বৈরথ, সেখানে এবারের মৌসুমে নিজেকে যুক্ত করেছেন সালাহ। লিভারপুলের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন। কিভেয়ের ফাইনাল সত্যিকার অর্থেই সালাহকে রোনালদো-মেসির সাম্রাজ্ঞে নতুন সম্রাট বানিয়ে দিতে পারে।

রিয়ালকে হারাতে ক্লপের এদিনের সবচেয়ে বড় ট্রাম্প কার্ডও তাই সালাহ। জিদানের যেমন রোনালদো। এখন দেখার বিষয় রোনালদো ক্যারিয়ারের পঞ্চম ইউরোপিয়ান শিরোপার স্বাদ পান ও ‘মিশরীয় মেসি’ সালাহ পান প্রথম শিরোপার স্বাদ। অতিত ইতিহাস রিয়ালকে এগিয়ে রাখলেও এবারের আসরের কিছু পরিসংখ্যান এগিয়ে রাখছে লিভারপুলকে। যেমন এবারের আসরে গোল স্কোরিংয়ে রিয়ালের চেয়ে অনেক এগিয়ে লিভারপুল। ১২ ম্যাচে রিয়াল মাদ্রিদ করেছে ৩০ গোল, লিভারপুল ৪০টি।

আরো কিছু পরিসংখ্যান লিভারপুলকে ভরসা দিতে পারে। ১৯৮১ সালে তখনকার ইউরোপিয়ান কাপে রিয়ালকে হারিয়ে শিরোপা জিতেছিল লিভারপুল। ইউরোপিয়ান টুর্নামেন্টে আগের মোট ৫ বার দেখাতেও এগিয়ে লিভারপুল। ইংলিশ জায়ান্টরা জিতেছে ৩ বার, স্প্যানিশ জায়ান্টরা ২ বার। এখন দেখার বিষয় কিয়েভের ফল কি হয়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ২৬, ২০১৮ ১২:০৪ অপরাহ্ণ