১৩ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৮:৩৯

রাজধানীতে ট্রেনের চাকায় পা হারালো কিশোর

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মগবাজার ওয়্যারলেস রেলগেট এলাকায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা হারিয়েছে রনি (১৫) নামে এক পানি বিক্রেতা কিশোর।শুক্রবার রাত পোন ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে অাশপাশের পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।

রনির গ্রামের বাড়ি ফেনী জেলায়। সে রাজধানীর কমলাপুর ১নং বস্তি এলাকায় থাকতো বলে জানা গেছে। তার বাবার নাম নাসির উদ্দিন। রনিকে উদ্ধারকারী পথচারী শিমু জানান, কমলাপুর থেকে পানি বিক্রি করতে করতে বিমানবন্দর স্টেশনে যায় সে। সেখান থেকে ফেরার পথে মগবাজারে নামার সময় পা পিছলে যায়। এতে তার ডান পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, অাহত রনির চিকিৎসা চলছে। তবে তার অবস্থা অাশঙ্কজনক। এ জন্য হয়তো তাকে পঙ্গু হাসপাতালে রেফার করা হতে পারে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ২৬, ২০১৮ ১১:১৩ পূর্বাহ্ণ