১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৭

আইপিএলের ফাইনালে সাকিবের হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক:      

শেষ চার ম্যাচে টানা হার, নিজেদের মাঠে কলকাতা নাইট রাইডার্সের সাথে সর্বশেষ ম্যাচে হার। তার ওপর শুক্রবার আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে কলকাতার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে ম্যাচ। সানরাইজার্স হায়দ্রাবাদের শেষ পর্যন্ত ফাইনালে ওঠা হবে কিনা তা নিয়ে অনেকেই সন্দিহান ছিল। তবে আফগান লেগস্পিনার রশিদ খানের অল রাউন্ড পারফরম্যান্সে ম্যাচটি জিতেছে হায়দ্রাবাদই।

রোববার চলতি আইপিএলের ফাইনালে তাদের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। শনিবার টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৪ রান করে হয়দ্রাবাদ। জবাবে ৯ উইকেটে ১৬০ রানে থেমেছে কেকেআরের ইনিংস।

আগে ব্যাট করতে নেমে হায়দ্রাবাদের শুরুটা একেবারে খারাপ হয়নি। উদ্বোধনী জুটিতে আসে ৫৬ রান। তবে দলীয় ৬০ রানে দুই উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে দলটি। সেসময় মাঠে আসেন সাকিব। ঋদ্ধিমান সাহাকে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন। সাহা দলীয় ৮৪ রানে আউট হন। সাকিব উইকেট ধরে রেখেছিলেন। তবে দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন। আউট হওয়ার আগে করেন ২৪ বলে ২৮ রান। ১৫.১ ওভারে ৪ উইকেট হারিয়ে হায়দ্রাবাদের সংগ্রহ তখন ১১৩ রান। এরপর ১৩৮ রান তুলতে ৭ উইকেট হারায় দলটি। শেষে ঝড় তোলেন রশিদ। তার ১০ বলে ৪ ছক্কা ও ২ চারে অপরাজিত ৩৪ রানের ইনিংস হায়দ্রাবাদকে পৌঁছে দেয় ১৭৪ রানে। কলকাতার স্পিনার কুলদিপ যাদব ২৯ রান খরচায় ২ উইকেট পান।

১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সুনিল নারিনের ব্যাটে ঝড়ো শুরু পায় কলকাতা। প্রথম উইকেট পতনের আগে মাত্র ৩.২ ওভারে দলটি তুলে ফেলে ৪০ রান। দ্বিতীয় উইকেট জুটিতে আরও ৪৭ রান যোগ করেন ক্রিস লিন ও নিতিশ রানা। রানা আউট হওয়ার সময় ৮.৩ ওভারে দলীয় সংগ্রহ ৮৭ রান। এরপরই ধাক্কা খায় কলকাতা। ১১৮ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলে দলটি। এরপর বলের সাথে পাল্লা দিয়ে রান তুলতে পারেনি কোন ব্যাটসম্যান।

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৯ রান। প্রথম বলে চার হলেও পরের দুই বলে টানা দুই উইকেট তুলে নিয়ে হায়দ্রাবাদের জয় নিশ্চিত করেন ক্যারিবিয় অলরাউন্ডার কার্লোস ব্র্যাথওয়েট। কলকাতা ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬০ রান করে। তাদের হার ১৪ রানে। এদিন বল হাতেও দারুণ পারফর্ম করেছেন রশিদ। ৪ ওভারে মাত্র ১৯ রান খরচায় ৩ উইকেট পেয়েছেন তিনি। সাকিব ৩ ওভারে ১৬ রান খরচায় পেয়েছেন ১ উইকেট। ২টি করে উইকেট পেয়েছেন সিদ্ধার্থ কাউল ও ব্র্যাথওয়েট। অল রাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন রশিদ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ২৬, ২০১৮ ১০:০৪ পূর্বাহ্ণ