১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২১

মর্গান ফ্রিম্যানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ!

বিনোদন ডেস্ক:

দর্শকের চোখে অত্যন্ত ভদ্র ও ব্যক্তিত্বসম্পন্ন একজন মানুষ হিসেবে পরিচিত হলিউডের অভিনেতা মর্গান ফ্রিম্যান। ৮০ বছর বয়সী এই অস্কারজয়ী অভিনেতার সুনাম পুরো বিশ্বব্যাপী। অথচ এবার তার বিরুদ্ধেই উঠেছে যৌন হয়রানির অভিযোগ। একাধিক নারীকে তিনি যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি সিনএনএন’-এর এক সাক্ষাৎকারে এক নারী এমন অভিযোগ করেন।

অভিযোগকারীর দাবি, ২০১৫ সালে ‘গোয়িং ইন স্টাইল’ ছবি তৈরির সময় স্টুডিওতে অশালীন আচরণ করেন ফ্রিম্যান। একাধিকবার অশ্লীক কথা বলেছেন তিনি। এমনকি কাজের ফাঁকে শরীরের আপত্তিকর জায়গায় হাত দিতেন বলেও অভিযোগে বলেন ওই নারী।

সাক্ষাত্কারে ওই মহিলা আরো অভিযোগ করেন, একবার অন্তর্বাস পরেছি কি-না সেটা জানার জন্য স্কার্ট তোলার চেষ্টা করেছিলেন ফ্রিম্যান। এমনকি সেই কাজটি তিনি প্রকাশ্যেই করেছিলেন। ফ্রিম্যানের এমন কাজের প্রতিবাদও জানান তার সহ-অভিনেতা অ্যালান।

শুধু এই মহিলা নন, সিনএনএনকে দেয়া সাক্ষাৎকারে আরো ১৫জন নারী মর্গান ফ্রিম্যানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন।

এর আগেও ফ্রিম্যানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। ২০১২ সালে ‘নাউ ইউ সি মি’ ছবির প্রোডাকশনের এক মহিলা কর্মীও অভিযোগ করেন, ফ্রিম্যানের  হাতে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন তিনি।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :মে ২৫, ২০১৮ ৯:১১ অপরাহ্ণ