চট্টগ্রাম প্রতিবেদক :
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার রহমতগঞ্জের দেওয়ানজী পুকুর পাড়ের ‘অর্ণব’নামের একটি দোকান থেকে দেড় কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শুক্রবার দুপুরে র্যাব ও কোস্টগার্ডের সহায়তায় এ অভিযান চালানো হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের রাজস্ব কর্মকর্তা মোরশেদ আলী চৌধুরী জানিয়েছেন, শুল্ক ফাঁকি দিয়ে আনা কিছু পণ্য আছে এমন খবর পেয়ে র্যাব ও কোস্টগার্ডের সহায়তায় এ অভিযান চালানো হয়। এ সময় ওই দোকানে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, থ্রিপিস, পাঞ্জাবি, শাল জব্দ করা হয়। এসব পোশাকের দাম ১ কোটি ৩০ লাখ টাকা পর্যন্ত হতে পারে।
দৈনিক দেশজনতা/এন আর