স্পোর্টস ডেস্ক:
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সুতরাং, প্রথমে ব্যাট করতে নামবে সানরাইজার্স হায়দ্রাবাদ। কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।
সানরাইজার্স হায়দ্রাবাদের একাদশে আজ তিনটি পরিবর্তন আনা হয়েছে। একাদশে ঢুকেছেন ঋদ্ধিমান সাহা, দীপক হুদা ও খলিল আহমেদ। বাদ পড়েছেন মনিশ পান্ডে, শ্রীভৎস গোস্বামী ও সন্দ্বীপ শর্মা। অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্স একাদশে একটি পরিবর্তনর আনা হয়েছে। একাদশে ঢুকেছেন শিভম মাভি। বাদ পড়েছেন জ্যাভন সিয়ার্লস।
এই ম্যাচে যারা জিতবে তারা ফাইনালে উঠবে। গত ২২ মে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে প্রথম দল হিসাবে ফাইনালে উঠে চেন্নাই সুপার কিংস। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৭ মে।
সানরাইজার্স হায়দ্রাবাদ একাদশ: শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন (অধিনায়ক), সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, দীপক হুদা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), কার্লোস ব্র্যাথওয়েট, ভুবনেশ্বর কুমার, রশীদ খান, সিদ্ধার্থ কাউল, খলিল আহমেদ।
কলকাতা নাইট রাইডার্স একাদশ: সুনিল নারিন, ক্রিস লিন, রবিন উথাপ্পা, নিতিশ রানা, দিনেশ কার্তিক (অধিনায়ক, উইকেটরক্ষক), শুবম্যান গিল, আন্দ্রে রাসেল, পীযুশ চাওলা, কুলদীপ যাদব, প্রসিধ কৃষ্ণা, শিভম মাভি।
দৈনিক দেশজনতা/ টি এইচ