১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১১

বিসিকের ১০ দিনব্যাপী জামদানি মেলা শুরু ২৯ মে

নিজস্ব প্রতিবেদক :

১০ দিনব্যাপী জামদানি প্রদর্শনী ও মেলা আগামী মঙ্গলবার (২৯ মে) রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরে শুরু হচ্ছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প কর্পোরেশন (বিসিক) এবং জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ যৌথভাবে এ মেলার আয়োজন করছে। জামদানি শিল্পের বাজার সম্প্রসারণসহ উদ্যোক্তা তৈরির জন্য ২০১৪ সাল থেকে এ মেলার আয়োজন করে আসছে বিসিক।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু মঙ্গলবার দুপুরে এ মেলা উদ্বোধন করবেন। অনুষ্ঠানে অতিথি থাকবেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।

উন্নত বুনন কৌশল, নিপুণ কারুকার্য, বাহারি নকশার ফলে জামদানির চাহিদা দিন দিন বাড়ছে। ২০১৩ সালের নভেম্বরে জাতিসংঘের ইউনেস্কো জামদানিকে ‘ইনটেনজিবল হেরিটেজ অব বাংলাদেশ’ হিসেবে ঘোষণা করে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ২৫, ২০১৮ ২:৫৬ অপরাহ্ণ