১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪২

শুল্ক ফাঁকির দায়ে দুজনের সাত বছরের জেল

নিজস্ব প্রতিবেদক:

শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের দায়ের করা মামলায় দুই আসামিকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ৫ লাখ ৯০ হাজার ৮০ টাকা করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক কে এম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মেসার্স জেসী নিটওয়্যার লিমিটেডের পরিচালক সেলিম আহমেদ ও মো. কামরুল ইসলাম।রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

দুদকের আইনজীবী মোহাম্মদ রফিকুল ইসলাম জুয়েল জানান, এ মামলায় আসামিরা জামিনে থাকলেও রায় ঘোষণার সময় তারা আদালতে অনুপস্থিত ছিলেন।

মামলার এজাহার থেকে জানা যায়, মেসার্স জেসী নিটওয়্যার লিমিটেড শতভাগ রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান হিসেবে কাস্টমস বন্ড হাউজ থেকে লাইসেন্স নেয়। এরপর ১৯৯৩ সালের ১ জানুয়ারি থেকে ১৯৯৭ সালের ৫ আগস্ট সময়ের মধ্যে তিনটি বিল অব এন্ট্রি মূলে আমদানি করা কাপড়ের মধ্যে ১০ লাখ ৫৮ হাজার ৯২৭ গজ কাপড় দিয়ে কোনো পোশাক তৈরি ও রপ্তানি না করে ওই কাপড়ের জন্য সরকারের প্রাপ্য শুল্ক বাবদ ৫ লাখ ৯০ হাজার ৮০ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে।

ওই অভিযোগে ২০১২ সালের ৮ আগস্ট রাজধানীর রমনা থানায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মো. রফিকুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় প্রতিষ্ঠানের পরিচালক ফারিনা নওসীন, এ এম কুদ্দুস, সেলিম আহমেদ ও মো. কারুল ইসলামকে আসামি করা হয়।

মামলাটি তদন্ত করে ২০১৩ সালের ৩০ মে আদালতে চার্জশিট দাখিল করেন দুদকের ওই কর্মকর্তা। চার্জশিটে ফারিনা নওসীন ও এ এম কুদ্দুসকে অব্যাহতির সুপারিশ করে অপর দুই আসামিকে অভিযুক্ত করা হয়। পরে আদালত ওই দুই আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন এবং অপর দুই আসামিকে অব্যাহতি দেন।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ২৪, ২০১৮ ৮:৩৮ অপরাহ্ণ