১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১১

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না আ.লীগ: কাদের

নিজস্ব প্রতিবেদক:

বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন না করলেও চলমান মাদকবিরোধী অভিযানকে আওয়ামী লীগ পূর্ণ সমর্থন করে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনের সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে—এ কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ রয়েছে, মাদকের সঙ্গে যে বা যারা জড়িত তারা যতই প্রভাবশালী হোক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

দেশে মাদক নিয়ন্ত্রণে বিরোধী দলের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, তারা শুধু রাজনৈতিক দলগুলোকে গালি-গালাজ করতে পারে। মাদক সন্ত্রাস নিয়ে তারা আগেও কোনো কথা বলেনি, এখনও বলছে না। তারা যদি এ বিষয়ে এগিয়ে আসতো, কথা বলতো, তাহলে বর্তমানে দেশে এমন অবস্থার সৃষ্টি হতো না।

মাদক নির্মূল অভিযানে বন্দুকযুদ্ধ প্রসঙ্গে মন্ত্রী বলেন, মাদক বিক্রেতারা একা নন তাদের সিন্ডিকেট আছে, তারা অস্ত্র ব্যবসায়ীদের সঙ্গেও জড়িত তাই পুলিশ অভিযান চালালে সেসব অভিযানে অস্ত্রধারী হয়ে হামলা চালান তারা।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ২৪, ২০১৮ ৪:৫৪ অপরাহ্ণ