নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা, ফেনসিডিল, হেরোইন ও গাঁজাসহ ১৭ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলা গোয়েন্দা পুলিশ ও বিভিন্ন থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর রেলওয়ে কলোনি মহল্লার লিপি খাতুন (৪২) ও ইদামিন (৩০), রায়গঞ্জ পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠানের ছোট ভাই আল মামুন পাঠান, চৌহালী উপজেলার কোদালিয়া মধ্যপাড়া গ্রামের আবুল কালামের স্ত্রী কবিতা আক্তার (৩০) ও টাঙ্গাইলের নাগরপুরের রঙ্গিলা গ্রামের মাতব্বর আলীর ছেলে রেজাউল করিম মিঠুর (৩৫), পাবনা জেলার আমিনপুর থানার সাধুবাজার এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. আমির হোসেন (২৯), বেড়া উপজেলার হাটুরিয়া গ্রামের আইয়ুব প্রামানিকের ছেলে শরীফুল ইসলাম (৩০)। বাকিদের নাম পরিচয় জানা যায়নি।
দৈনিক দেশজনতা /এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

