১৫ই জানুয়ারি, ২০২৬ ইং | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৬:৫৮

গোপন তালিকা অনুযায়ী অভিযান চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা  জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে যেমন জিরো টলারেন্স ঘোষণা করেছেন, তেমনই মাদকের বিরুদ্ধেও জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরসহ সব গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গোপনে একটি তালিকা তৈরি করেছি। সেই অনুযায়ী দেশে অভিযান চলছে। এই তালিকা অনুযায়ী মাদক ব্যবসায়ীদের বিচারের আওতায় আনা হবে।

মাদককে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার (২৪ মে) দুপুরে রাজধানীর ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনের পুলিশ বক্সে মাদকবিরোধী প্রচারণামূলক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

প্রকাশ :মে ২৪, ২০১৮ ১:২৫ অপরাহ্ণ