নিজস্ব প্রতিবেদক:
প্রেমের টানে চুয়াডাঙ্গায় ছুটে এসেছেন এক মালয়েশিয়ান নারী। এতে বিপাকে পড়েছেন প্রেমিক জহুরুল ইসলাম। ইসহারি নামে ওই নারী জহুরুলের বাড়িতে অবস্থান করছেন। জহুরুল ওই নারীকে বন্ধু দাবি করছেন। ইসহারির দাবি, জহুরুল তার স্বামী। ঘটনাটি জানাজানি হলে এলাকার উৎসুক মানুষ মালয়েশিয়ান নারীকে দেখতে জহুরুলের বাড়িতে ভিড় করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জহুরুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের ইউনুস আলীর ছেলে। বয়স ২৫। চার বছর আগে মালয়েশিয়ায় যান। মাস খানেক আগে তিনি দেশে ফিরেন। ২৭ মে তার বাড়িতে মালয়েশিয়া থেকে ছুটে আসেন চল্লিশোর্ধ্ব ওই নারী।
শুক্রবার জহুরুলের বাড়িতে গিয়ে পাওয়া যায় ইসহারিকে। তিনি জানান, মালয়েশিয়ার ইপে এলাকার সুন্দরামের মেয়ে তিনি। একই এলাকায় কাজের সুবাদে জহুরুলের সঙ্গে তার পরিচয়। বছর খানেক আগে তারা বিয়ে করেন। মাস খানেক আগে তাকে না জানিয়ে গোপনে বাংলাদেশে আসেন তার স্বামী জহুরুল। তবে জহুরুল বলেন, ইসহারির সঙ্গে আমার বিয়ে হয়নি। সে আমার বন্ধু। মালয়েশিয়ায় তার সঙ্গে আমার পরিচয় ও বন্ধুত্ব হয়।
দৈনিক দেশজনতা/ এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

