১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৬

ট্রাম্প-কিমের বৈঠকের সিদ্ধান্ত এখন কিমের ওপর: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়া নেতা কিম জং-উনের মধ্যকার সম্মেলনটি অনুষ্ঠিত হবে কি হবে না সেটি নির্ভর করছে উত্তর কোরিয়র নেতার ওপরে। ১২ জুনে সিঙ্গাপুরে এ দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যকার সম্মেলন এবং ট্রাম্প ও কিমের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবার কথা আলোচিত হয় সম্প্রতি। এপ্রিলে দুই কোরিয়ার মধ্যকার ঐতিহাসিক বৈঠকের পর এ সম্মেলনটি হবার সম্ভাবনা দেখা দেয়।

কিন্তু সম্মেলনটি এগিয়ে আসার মুহূর্তে উত্তর কোরিয়া জানায়, যুক্তরাষ্ট্র যদি তাদের পরমাণু অস্ত্র ত্যাগ করার জন্য চাপ দেয় তাহলে এ সম্মেলন ও বৈঠক তারা বাতিল করবে। আর ট্রাম্প জানিয়েছেন, সম্মেলনটি অনুষ্ঠিত হবে কিনা সেটা আগামী সপ্তাহে জানাবেন তিনি।  পম্পেও জানান, আলোচনার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত। দুই দেশের মধ্যে তিক্ত সম্পর্ক বজায় থাকা কোন সমাধান নয়।

তিনি আরও জানান, কংগ্রেসের ফরেন অ্যাফায়ার্স কমিটিও আশাবাদী এ বৈঠকটি হবার ব্যাপারে। কিন্তু এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন উত্তর কোরিয়া নেতা কিম, পম্পেও জানান। পূর্বকার মতো পরিস্থিতি সৃষ্টি হবার সম্ভাবনা থাকলে তারা কোন ছাড় দিবে না বলে জানান তিনি। মার্কিন-উত্তর কোরিয়ার সম্পর্ক উন্নয়নের জন্য দুইবার পিয়ংইয়ং সফর করেছেন পম্পেও। উভয় দেশের স্বার্থরক্ষায় একমত হতে তিনি উত্তর কোরিয়া নেতার সাথে কথা বলেন।

তার কাছে কিম অকপটে স্বীকার করেছেন যে কৌশলগত পরিবর্তনের ওপর তার দেশের অর্থনৈতিক উন্নয়ন, দেশের মানুষের সমৃদ্ধি নির্ভর করছে, বলেন পম্পেও।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ২৪, ২০১৮ ৯:৪০ পূর্বাহ্ণ