১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৪০

ময়মনসিংহে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ২

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহ সদর ও মুক্তাগাছা উপজেলায় পৃথক বজ্রপাতে ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, কৃষক আব্দুল সেকাব (৬০) ও এরশাদ (২৬)।

বুধবার (২৩ মে) দুপুরে সদর উপজেলার কুষ্টিয়া ইউনিয়নের সিরামপুর ও মুক্তাগাছা উপজেলার কলাকান্দা গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত খন্দকার শাকের আহমেদ এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বুধবার দুপুরে ময়মনসিংহ সদর উপজেলার কুষ্টিয়া সিরামপুর নাত্তাকুড়ি বিলে কৃষক আব্দুল সেকাব (৬০) বজ্রপাতে নিহত হন। পরে খবর পেয়ে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।’

অন্যদিকে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমদ মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উপজেলার কলাকান্দা গ্রামের রৌয়াবিলে মাছ ধরতে গিয়ে জেলে এরশাদ (২৬) নিহত হয়।’

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মে ২৩, ২০১৮ ৮:৪৮ অপরাহ্ণ