১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৬

রুবেল হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন

নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণার কেন্দুয়ার উলুয়াটি গ্রামের যুবক রুবেল মিয়া (২২) হত্যার তিন বছরের মাথায় চারজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক মাস করে কারাভোগের আদেশ দেয় আদালত।

আজ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ কেএম রাশেদুজ্জামান রাজা আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।

দন্ডিতরা হচ্ছেন- একই এলাকার  স্বপন মিয়া (২২), এরশাদ মিয়া(২৮), জুয়েল (২৭) ও  রাজধর মিয়া(৩৫)।

মামলার বরাত দিয়ে আদালতের পিপি এডভোকেট সাইফল আলম প্রদীপ গণমাধ্যমকে জানান,পূর্ব শত্রুতার জের ধরে ২০১৫ সালের ৬ আগষ্ট বিকালে স্বপন মিয়া কাজের কথা বলে বাড়িতে এসে রুবলকে ডেকে নিয়ে যায়। এরপর রুবেল নিখোজ হন। পরদিন বিকালে গ্রামের একটি বাড়ির পাশে রুবেলের গলাকাটা লাশ পাওয়া যায়। ঘটনার তিনদিন পর স্বপন মিয়াকে আসামি করে ৯ আগষ্টকেন্দুয়া থানায় মামলা দায়ের করেন রুবেলের বাবা হাসেম উদ্দিন ।

পুলিশ তদন্ত করে খুনের ঘটনায় স্বপন মিয়ার সাথে আরো তিনজনের সংশ্লিষ্টতা পায়। পরে ২০১৬ সালের ১৪ জানুয়ারী চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলায় আসামি পক্ষে ছিলেন এডভোকেট খাদেমুল ইসলাম আনার।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ২৩, ২০১৮ ৫:৩৩ অপরাহ্ণ