আন্তর্জাতিক ডেস্ক:
ইতালির সম্ভাব্য স্বরাষ্ট্রমন্ত্রী ও ‘দ্য লিগ’ দলের প্রধান মাত্তেও সালভিনির প্রস্তাবে অবৈধ অভিবাসীদের বের করে দেয়ার প্রস্তাব গৃহীত হয়েছে।‘দ্য লিগ’ও ‘ফাইভ স্টার মুভমেন্ট’ দলের সঙ্গে জোট সরকার গঠনে একটি চুক্তি করেছে৷এই চুক্তিতে অবৈধ অভিবাসীদের বের করে দেয়ার প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে
মার্চের প্রথম সপ্তাহে ইতালিতে নির্বাচন অনুষ্ঠিত হয়৷ কিন্তু এখনও সরকার গঠন সম্ভব হয়নি৷ তবে সম্প্রতি ডানপন্থি ও পপুলিস্ট ঐ দুই দল মিলে সরকার গঠনের সম্ভাবনা দেখা দিয়েছে৷ তারা অল্প পরিচিত আইনের অধ্যাপক জুসেপে কন্টে’কে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দিয়েছে৷ আর স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নাম এসেছে মাটেও সালভিনির৷ তিনি ইতালি থেকে পাঁচ লাখ অবৈধ অভিবাসী তাড়িয়ে দেয়ার প্রস্তাব করেছেন৷ শরণার্থীদের বেশিরভাগই অপরাধী বলে মন্তব্য করেন তিনি৷
দুই দলের মধ্যে স্বাক্ষরিত চুক্তির মধ্যে আরও আছে দারিদ্রসীমার নিচে বসবাসকারী ইতালির নাগরিকদের মাসে কমপক্ষে ৭৮০ ইউরো করে দেয়া, রাশিয়ার সঙ্গে অর্থনীতি ও পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা বাড়ানো ইত্যাদি৷
সম্ভাব্য স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয় বলে মনে করছেন সিমোনে আন্দ্রেওত্তি৷ তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা এনজিও ‘ইন মিগ্রাৎসিওনে’-র প্রধান৷ কারণ এত সংখ্যক মানুষকে (পাঁচ লাখ) খুঁজে বের করা এবং তারপর তাদের গ্রহণ করবে এমন দেশ পাওয়া কঠিন হবে, বলে ডয়চে ভেলেকে বলেন তিনি৷
‘নীতিটা জনপ্রিয়, তবে তা বাস্তবায়ন করা কঠিন’- বলে বিশ্বাস করেন আন্দ্রেওত্তি৷
তার ধারণা, সালভিনি ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশকে শরণার্থী গ্রহণের জন্য অনুরোধ করতে পারেন৷ কিন্তু পোল্যান্ড, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র ও অস্ট্রিয়া অতীতে শরণার্থী নেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল৷ এখনও সেসব দেশে পপুলিস্ট, জাতীয়তাবাদী সরকার ক্ষমতায় থাকায় ওখানে শরণার্থী পাঠানো সম্ভব হবে না বলে মনে করেন তিনি৷
তবে সালভিনির মন্তব্যের (শরণার্থীদের বেশিরভাগই অপরাধী) কারণে অভিবাসী ও বিদেশি চেহারার নাগরিকদের ওপর হামলা বাড়তে পারে বলে আশংকা প্রকাশ করেছেন আন্দ্রেওত্তি৷
দৈনিক দেশজনতা/ টি এইচ