নিজস্ব প্রতিবেদক:
বৈরী আবহাওয়ার কারণে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের দুটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ফ্লাইট দুটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল।
বুধবার বেলা ১১টা দিকে ফ্লাইট দুটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে আবহাওয়া ঠিক হলে গন্তব্যের উদ্দেশে রওয়ানা দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক সরওয়ার-ই-জামান।
তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে বেসরকারি রিজেন্ট এয়ারওয়েজের দাম্মাম টু ঢাকা রুটের ফ্লাইট৭৫৬ বেলা ১১টার দিকে এবং একই সময়ে বাংলাদেশ বিমানের চট্টগ্রাম টু ঢাকা রুটের ফ্লাইট১৪৮ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। প্রায় এক ঘণ্টা চট্টগ্রাম বিমানবন্দরে অবস্থানের পর ফ্লাইট দুইটি পুনরায় ঢাকার উদ্দেশে শাহ আমানত থেকে উড্ডয়ন করে।
দৈনিক দেশজন /এন এইচ