৫ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৪

চট্টগ্রামে দুই ফ্লাইটের জরুরি অবতরণ

নিজস্ব প্রতিবেদক:

বৈরী আবহাওয়ার কারণে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের দুটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ফ্লাইট দুটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল।

বুধবার বেলা ১১টা দিকে ফ্লাইট দুটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে আবহাওয়া ঠিক হলে গন্তব্যের উদ্দেশে রওয়ানা দেয়।  বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক সরওয়ার-ই-জামান।

দৈনিক দেশজন /এন এইচ

প্রকাশ :মে ২৩, ২০১৮ ২:০৭ অপরাহ্ণ