২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:১৯

চবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২৫ মে

নিজস্ব প্রতিবেদক:

আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি’ প্রতিপাদ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় বিতর্ক সংগঠন ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি’ আয়োজন করতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ’১৮। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৮টি দল অংশ নিবে।

মঙ্গলবার (২১ মে) দুপুর আড়াইটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যালয়ে সিইউডিএস কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনের সাধারণ সম্পাদক ইনজামামুল হোছাইন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ২৫ ও ২৬ মে (শুক্র ও শনিবার) সিইউডিএস এই প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। পরিবেশ সংক্রান্ত নানান সমস্যা তুলে ধরে সকলের সচেতনতা সৃষ্টি করাই এর উদ্দেশ্য।’

লিখিত বক্তব্যে আরও জানানো হয়, ‘আন্তঃবিশ্ববিদ্যালয় পর্বের সংসদীয় ধারার দুই দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতার প্রথমদিন অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক আজাদুর রহমান মল্লিক, আইন অনুষদ ডিন প্রফেসর ড. আবু নোমান ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী।’

দ্বিতীয় দিন জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সমাপনি অনুষ্ঠানের মাধ্যমে এর সমাপ্তি ঘটবে। সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন সিইউডিএসের সভাপতি মোহাম্মদ আবু ফয়সাল।

এই প্রতিযোগিতার সংবাদ সহযোগী হিসেবে থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এবং মিডিয়া সহযোগী হিসেবে থাকবে যমুনা টিভি।

দৈনিক দেশজন /এন এইচ

প্রকাশ :মে ২৩, ২০১৮ ১:৫৩ অপরাহ্ণ