নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রীয় মালিকানাধীন আলোচিত বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় দায়ের করা ৫৬টি মামলার তদন্ত কর্মকর্তাকে তলব করেছে হাইকোর্ট। কয়েকটি মামলার আসামিদের জামিন আবেদন শুনানিকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আইন অনুযায়ী, ১৮০ দিনের মধ্যে মামলার তদন্ত শেষ করার কথা থাকলেও গত আড়াই বছরেও মামলার তদন্ত শেষ হয়নি। ফলে আগামী বুধাবারের (৩০ মে) মধ্যে এই বিলম্বের বিষয়ে তাদেরকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।