নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্রাকের সঙ্গে লেগুনার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। হতাহতরা সবাই লেগুনার যাত্রী।
বুধবার (২৩ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের বীরগ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার এসআই মাসুদ।
তিনি জানান, বগুড়া থেকে নন্দিগ্রামগামী লেগুনার সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় আহত হন ১০ জন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক ৫ জনকে মৃত বলে ঘোষণা করেন।
তবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
দৈনিক দেশজন /এন এইচ