১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৪

জেরুসালেমের ব্যাপারে বিন্দুমাত্র ছাড় নয়: এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক:

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যেপ এরদোগান বলেছেন, আমরা জেরুসালেমের জন্য লড়াই চালিয়ে যাব; যতক্ষণ না জেরুসালেম হবে শান্তিময় আবাস, বিরাজ করবে প্রশান্তি এবং সম্মান। জেরুসালেমের ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেবে না তুরস্ক।

সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারায় কূটনীতিবিদদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন।

এরদোগান বলেন- আমরা জেরুসালেমে আমাদের অধিকার ছেড়ে না দিতে প্রতিশ্রুতবদ্ধ। আমরা কখনো আমাদের প্রথম কিবলা ত্যাগ করতে পারি না। যাদের রক্ত ঝরেছে, অশ্রু ঝরেছে, জীবন ও জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য প্রার্থনা করছি। তিনটি ধর্মের পবিত্র স্থানের দখলদারদেরকে আমরা ক্ষমা করতে পারি না।

যুক্তরাষ্ট্রের দূতাবাস তেলআবিব থেকে জেরুসালেমে স্থানান্তর প্রসঙ্গে এরদোগান বলেন- যুক্তরাষ্ট্রের আগ্রাসী হাতগুলো ফিলিস্তিনি শিশুদের রক্তে রঞ্জিত। আমেরিকান প্রশাসনের মানবাধিকার, গণতন্ত্র এবং শান্তি নিয়ে কোনো ধরণের কথাবার্তা-আলাপ-আলোচনার অধিকার নেই।

পারমাণবিক শক্তির ব্যাপারে এরদোগান বলেন- তুরস্ক মনে করে পারমাণবিক শক্তি অবশ্যই শান্তির উদ্দেশ্যে ব্যবহারিত হওয়া উচিৎ। আমাদের দেশ ও ধর্মের জন্য প্রধান হুমকি হচ্ছে- পরমাণু অস্ত্র। সারা বিশ্বকেই পরমাণু অস্ত্র মুক্ত করতে হবে। কমপক্ষে ১৫ হাজার পারমাণবিক বোমা বিশ্বকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ২২, ২০১৮ ৫:৫৮ অপরাহ্ণ