১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:২১

১০০ বছরের মধ্যে পৃথিবী ছাড়তে হবে না হলে বিপদ

আন্তর্জাতিক ডেস্ক

জলবায়ু পরিবর্তন ও জনসংখ্যা বৃদ্ধির প্রভাবে সৃষ্ট বিপর্যয় থেকে রক্ষা পেতে আগামী একশ বছরের মধ্যে পৃথিবী ছেড়ে মানুষকে অন্যগ্রহে পাড়ি জমাতে হবে।

সম্প্রতি বিবিসির বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান টুমোরোস ওয়ার্ল্ড-এ ‘এক্সপিডিশন নিউ আর্থ’ তথ্যচিত্রে এমন সতর্কবার্তা দিয়েছেন বিশ্বখ্যাত পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং।

হকিংস বলেছেন, পৃথিবীতে মানুষের বসবাসের সময় ক্রমেই কমে আসছে। পৃথিবী বিপজ্জনক হয়ে উঠছে মহামারী, দুর্যোগ, গ্রহাণু হামলা ও আবহাওয়া পরিবর্তনের কারণে। তাই অস্তিত্ব রক্ষার্থে মানুষকে অন্য গ্রহে চলে যেতে হবে।

এর আগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এক বক্তব্যে সহকর্মী বিজ্ঞানীদের হকিং বলেছেন, ভবিষ্যৎ মানবজাতিকে রক্ষায় আমাদের অন্য গ্রহে যেতে হবে।

প্রকাশ :মে ৪, ২০১৭ ১১:৫৫ পূর্বাহ্ণ