২১শে জানুয়ারি, ২০২৬ ইং | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ২:০৮

সিটিসেলকে ১২৮ কোটি টাকা পরিশোধের আদেশ

নিজস্ব প্রতিবেদক:

বেসরকারি মোবাইল ফোন অপারেটর সিটিসেলকে বিটিআরসির প্রাপ্ত বকেয়া ১২৮ কোটি ছয় লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা অবিলম্বে পরিশোধেরনির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ আজ মঙ্গলবার এই আদেশ দেন। সিটিসেলের এক আবেদনের চূড়ান্ত নিস্পত্তি করে এই আদেশ দেন সর্বোচ্চ আদালত।

আদালতে সিটিসেলের পক্ষে শুনানি করেন দুই আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ ও আহসানুল করিম। আর

বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার রেজা-ই রাকিব।

গত ৫ মার্চই এই টাকা পরিশোধের নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।

তবে আবারও সময় আবেদন করলে আদালত আজ তা খারিজ করে দেন। যার ফলে বিটিসিএলের প্রাপ্ত এই টাকা পরিশোধ করতেই হচ্ছে সিটিসেলকে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ২২, ২০১৮ ২:৪৬ অপরাহ্ণ