১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২০

রাজীবের ভাইদের ক্ষতিপূরণ: আপিলের আদেশ আজ

নিজস্ব প্রতিবেদক:

দুই বাসের রেষারেষিতে মারা যাওয়া রাজীবের দুই ভাইকে এক কোটি টাকা ক্ষতিপূরণের আদেশের বিরুদ্ধে করা আবেদনের ওপর ফের শুনানি হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আজ দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ। শুনানির একপর্যায়ে আদালত বলেন, ‘কারও ওপর অবিচার হোক আমরা তা চাই না। হাইকোর্টের আদেশটা সংশোধন করতে হবে। আর ক্ষতিপূরণের টাকা যে রাজীবের দুই ভাই পাবে সেটা নিশ্চিত করাটা খুব কঠিন।’

বিআরটিসি ও স্বজন পরিবহনের করা আবেদনের ওপর ফের শুনানি নিয়ে সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আদেশের এই দিন ধার্য করেন। আদালতে রাজীবের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বিআরটিসির পক্ষে ছিলেন এবিএম বায়েজিদ এবং স্বজন পরিবহনের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল মতিন খসরু।

শুনানিতে বিআরটিসির পক্ষের আইনজীবী এবিএম বায়েজিদ বলেন, ‘আমরা তো ওই দিন অপরাধ করিনি। স্বজন পরিবহন বাম দিক থেকে ধাক্কা দিয়েছিল।’ এ সময় স্বজন পরিবহনের পক্ষে আইনজীবী আবদুল মতিন খসরু বলেন, ‘আমরা বলছি ওই ঘটনাটা হৃদয়বিদারক। কিন্তু আমরা আপাতত পাঁচ লাখ টাকা জমা দিতে চাই।’ এ সময় আদালতে রাজীবের ক্ষতিপূরণের পক্ষে থাকা আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘হাইকোর্ট বিভাগ রুলে এক কোটি টাকা ক্ষতিপূরণের কথা বলেছেন। টাকা জমা রাখার জন্য এরই মধ্যে একটা যৌথ অ্যাকাউন্ট খোলা হয়েছে।’

এ সময় আদালত বলেন, ‘কারো ওপর অবিচার হোক আমরা তা চাই না। হাইকোর্টের আদেশটা সংশোধন করতে হবে। আর ক্ষতিপূরণের টাকা যে রাজীবের দুই ভাই পাবে সেটা নিশ্চিত করাটা খুব কঠিন।’ এ সময় রুহুল কুদ্দুস কাজল বলেন, যদি তাই মনে করেন তাহলে দুই ভাইয়ের নামে আলদা অ্যাকাউন্ট খোলা যেতে পারে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ২২, ২০১৮ ৯:৫০ পূর্বাহ্ণ