নিজস্ব প্রতিবেদক:
ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপিসহ সাতটি রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। দলীয় কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা না করায় এনডিপি নিবন্ধন পাচ্ছে না।
সোমবার এক চিঠিতে বিষয়টি দলের চেয়ারম্যানকে জানিয়ে দিয়েছে ইসি। আর বাকি ছয়টি দল নিবন্ধনের শর্ত পূরণের প্রয়োজনীয় কাগজপত্র ইসিতে জমা দেয়নি। ওই কারণে সম্প্রতি দলগুলোকে নিবন্ধন না দেয়ার বিষয়টি জানিয়েছে কমিশন।
দলগুলো হচ্ছে-মুক্তিযোদ্ধা কমিউনিজম ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ মঙ্গল পার্টি, বাংলাদেশ তৃণমূল পার্টি, ঐক্য ন্যাপ, সোনার বাংলা উন্নয়ন লীগ ও বাংলাদেশ পরিবহন লেবার পার্টি। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ইসির একাধিক কর্মকর্তা জানান, বিদ্যমান আইন অনুযায়ী নির্বাচনে অংশ নিতে হলে রাজনৈতিক দলকে ইসিতে নিবন্ধিত হতে হয়। এসব দল ইসিতে নিবন্ধন না পাওয়ায় আগামী নির্বাচনে নিজ দল ও প্রতীকে এসব দল অংশগ্রহণ করতে পারবে না। তবে জোটগতভাবে নিবন্ধিত দলের প্রতীকে নির্বাচন করতে পারবে।
জানা গেছে, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক ন্যাশনাল ডেমক্রেটিক পার্টি-এনডিপি সর্বশেষ গত ৩ এপ্রিল ইসিতে আবেদন করেন। ওই আবেদনের সঙ্গে হাইকোর্টের একটি আদেশের কপিও জমা দেন। ওই আবেদন নির্বাচন কমিশন নামঞ্জুর করেছে বলে সোমবার ইসির উপসচিব মোঃ আব্দুল হালিম খান স্বাক্ষরিত এক চিঠিতে দলটির চেয়ারম্যানকে জানানো হয়।
ওই চিঠিতে বলা হয়েছে, ‘দাখিলকৃত কাগজপত্র ও দলিলাদি পর্যালোচনা করে দেখা যায়, এনডিপি’র প্রতীক নিয়ে নির্বাচিত সংসদ সদস্য পরবর্তীতে অন্য নিবন্ধিত রাজনৈতিক দলে যোগ দেন এবং ওই রাজনৈতিক দল থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। প্রাপ্ত নথি পত্রাদি পরীক্ষান্তে দেখা যায় যে, ১৯৯৬ সনে এবং ২০০১ সনে এনডিপি নামীয় কোন দল জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেনি। এবং এনডিপি এর দাখিলি গঠনতন্ত্র হতে দেখা যায় যে, গঠনতন্ত্রটি ২০০৮ সনে ছাপানো। দলটি এর পূর্বের কোন গঠনতন্ত্র দাখিল করেননি তাই ধরে নেয়া যায় ওই সময়ের আগে দলটি কার্যকর ছিল না বিধায় এর গঠনতন্ত্র বা দলের সভা বা কোন কাউন্সিল অনুষ্ঠানের বিষয়ও ছিল না। অর্থাৎ ১৯৯৬ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে দলটির দলীয় কার্যক্রমে ধারাবাহিকতা নেই এবং এই আবেদনকারী দলটিই ১৯৯১ সনের এনডিপি নামীয় দলটি কি না- তা নিশ্চিত হওয়া যায় না।’
দৈনিক দেশজনতা/এন আর