১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৫

লালপুরে বয়স্ক, বিধাবা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতা বহি বিতরণ

লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলা সমাজ সেবা অধিদপ্তর এর আয়োজনে ২০১৭-২০১৮ অর্থ বছরের নতুন বরাদ্দকৃত বয়স্ক ও বিধাবা সহ প্রতিবন্ধীদের মাঝে ভাতা বহি বিতরণ করা হয়েছে ।

সোমবার (২১ মে) সকালে উপজেলা চত্বরে এই বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । উপজেলা র্নিবাহী অফিসার নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তানভির আহাম্মেদ বুলবুল খাঁন প্রমুখ ।

এছাড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আঃ সাত্তার হিরু, ফিরোজ আল হক ভূইঁয়া, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ সহ সুধীজনরা উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে মোট ১০৪৬ জন বয়স্ক ও বিধাবা সহ প্রতিবন্ধীর মাঝে ভাতা বহি দেওয়া হয় ।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ২১, ২০১৮ ৯:৩১ অপরাহ্ণ