১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৩

সেলিমা রহমানসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

নিজস্ব প্রতিবেদক:

বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপি ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার মামলার চার্জশিট (অভিযোগপত্র) আমলে নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা আসামিদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন।

আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এদিন সেলিমা রহমানসহ ১০ আসামি আদালতে অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেছেন আদালত।

পরোয়ানাভুক্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপি নেতা মারুফ কামাল খান সোহেল, শিরিন সুলতানা, কাইয়ুম কমিশনার, লতিফ কমিশনার প্রমুখ।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের মার্চ মাসে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে রাজধানীর মুগদা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে এ মামলাটি দায়ের করা হয়।

তদন্ত শেষে এ মামলায় সেলিমা রহমানসহ অপর আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।

প্রসঙ্গত, গত বছরের ২৪ এপ্রিল আত্মসমর্পণ করে রাজধানীর বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে দায়ের করা ২২ মামলায় জামিন নেন সেলিমা রহমান। ২০১৫ সালে বিএনপির ডাকা হরতাল-অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় মামলাগুলো দায়ের করা হয়।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ২১, ২০১৮ ৯:১৫ অপরাহ্ণ