১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৪১

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

গাইবান্ধা প্রতিবেদক:

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে খামার বল্লমঝাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহতরা হলেন-ইলেকট্রিক মিস্ত্রি আইজল মিয়া (৫০) ও গৃহকর্তা বেলাল মিয়া (২১)।

গাইবান্ধা থানার ওসি খান মো. শাহরিয়ার জানান, ইলেকট্রিক মিস্ত্রি আইজল মিয়া সকাল থেকে বেলাল মিয়ার বাড়ির ঘরে ফ্যান মেরামত করছিলেন। মেরামত শেষে ফ্যানের বৈদ্যুতিক সংযোগ লাগাতে গিয়ে আইজল মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন।

এসময় বেলাল মিয়া তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :মে ২১, ২০১৮ ৫:৫৭ অপরাহ্ণ