২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:৩৮

ইবিএল বুথের কর্মীকে হত্যা করে টাকা লুট

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করে টাকা লুট করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম নুরুন্নবী। সোমবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ নুরুন্নবীর লাশ উদ্ধার করে।
রোববার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ। ক্যান্টনমেন্ট থানার ওসি মাহবুবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বুথের ভেতরে নুরুন্নবীর লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।’

ওসি মাহবুব বলেন, ‘নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তাকে হত্যা করে বুথ থেকে টাকা লুট করা হয়েছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘টাকা লুটের বিষয়ে এখনো বিস্তারিত কিছুই বলা যাচ্ছে না। ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে পরে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’

ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন হাওলাদার গণমাধ্যমকে বলেন, ‘লুট হওয়া টাকা উদ্ধার এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে এরই মধ্যে পুলিশ অভিযান শুরু করেছে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন কাজ করছে।’

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ২১, ২০১৮ ২:২১ অপরাহ্ণ