১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৪

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইল-ফিলিস্তিন উত্তেজনার মধ্যে হঠাৎ অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।আব্বাসকে পশ্চিম তীরের একটি হাসপাতালে ভর্তির তথ্য নিশ্চিত করেছেন দেশটির এক সরকারি কর্মকর্তা।

তবে এ বিষয়ে ওই কর্মকর্তা বিস্তারিত কোনো তথ্য দেননি বলে রোববার বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ৮২ বছর বয়সী মাহমুদ আব্বাসকে এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার তার কানে ছোট অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়।

এদিকে ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, শুক্রবার আবারো প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে হাসপাতালে নেয়া হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক কি-না সে ব্যাপারে কোনো তথ্য জানানো হয়নি।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ২০, ২০১৮ ৯:১০ অপরাহ্ণ