আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের ছত্তিশগড়ে বিস্ফোরণে নিরাপত্তাবাহিনীর ৬ সদস্য নিহত হয়েছেন। আজ রবিবার ছত্তিশগড়ের দান্তেওয়াদা জেলার কোলানার গ্রামে আইইডি বোমা বিস্ফোরণে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো দুই জওয়ান আহত হয়েছেন। নক্সালরা এই হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ছত্তিশগড়ের কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে তিন জওয়ান ছত্তিশগড় আর্মড ফোর্স-এর সদস্য। নিহত অপর দু’জন জেলার নিজস্ব বাহিনীর সদস্য ছিলেন। তবে, নিহত ৬ষ্ঠ জওয়ানের সঠিক পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি।
এদিকে, নিউজ এজেন্সি এএনআই জানিয়েছে, ওই ঘটনার পরপরই এলাকাটি সেন্ট্রাল পুলিশ রিজার্ভ ফোর্স (সিআরপিএফ) ঘিরে ফেলেছে।
অন্যদিকে, এন্টি নক্সাল অপারেশন-এর ডিআইজি সুন্দর রাজ জানান, এই হামলা নক্সালরা চালিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে, তদন্তের পর প্রকৃত ঘটনা যানা যাবে।
সূত্র: ইন্ডিয়া টুডে
দৈনিক দেশজনতা/ টি এইচ