মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক :
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি দলনিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত হওয়া আগামী একাদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে। বেগম খালেদা জিয়াবিহীন জাতীয় নির্বাচনে বিএনপি যাওয়ার প্রশ্নই আসে না।
রিজভী আরও বলেন, সারাদেশে বন্দুকযুদ্ধের নামে হত্যাযজ্ঞ চলানো হচ্ছে। পবিত্র রমজান মাসেও পোকামাকড়ের মতো বিচারবহির্ভূতভাবে মানুষ হত্যার হিড়িক চলছে।
আজ রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী আহমেদ বলেন, দেশের ৪টি জেলায় গত তিন দিনে বিচারবহির্ভূত বন্দুকযুদ্ধের নামে সাতজনকে হত্যা করা হয়েছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থা বাংলাদেশের গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকান্ডের নিন্দা এবং অবিলম্বে তা বন্ধের দাবি জানিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তেরও দাবি করেছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে বর্তমানে দেশে যেন আইনশৃঙ্খলা রক্ষীবাহিনী বিচারবহির্ভূত হত্যার নামে কিলিং প্র্যাকটিস করছে।
রিজভী বলেন, এই মুহূর্তে বিএনপির ইশতেহার হচ্ছে দেশনেত্রীর মুক্তি, জাতীয় সংসদ ভেঙে দেয়া এবং দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন।
গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,‘বিএনপি আসুক না আসুক, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। কে এলো আর কে না এলো তাতে কিছু আসে-যায় না।’ তার এ বক্তব্যের জবাবে রিজভী বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে নির্বাচন থেকে দূরে রাখার গভীর ষড়যন্ত্র। কাদের সাহেবের এই বক্তব্য জবরদস্তিমূলক একতরফা নির্বাচনেরই ইঙ্গিতবহ।
কাদেরের উদ্দেশে রিজভী বলেন, আপনার বক্তব্যে পরিষ্কার হয়ে গেছে, বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তাই আপনাদের ভয়। সে জন্যই আদালতের ঘাড়ে বন্দুক রেখে মিথ্যা তথ্যের ওপর সাজানো মামলায় তাঁকে কারাবন্দী করে রেখেছেন। জামিনযোগ্য মামলায়ও আপনাদের নিষেধের কারণেই জামিন পাচ্ছেন না তিনি। তিনি গুরুতর অসুস্থ হয়ে কষ্ট পেলেও তাঁকে চিকিৎসা দেয়া হচ্ছে না।
রিজভী মনে করেন, বেগম খালেদা জিয়াকে বন্দী করে ৫ জানুয়ারি মার্কা একতরফা নির্বাচনের খায়েশ আর পূরণ হবে না। সব ষড়যন্ত্রের জবাব দিতে জনগণ প্রস্তুতি নিতে শুরু করেছে।
বিএনপির এ নেতা আরও বলেন, সরকারের একতরফা নির্বাচনের নীলনকশার বিরুদ্ধে মুখ খুলতে কেউ যাতে সাহস না করে এজন্য বিনা বিচারে হত্যা করছে আইনশৃঙ্খলা রক্ষীবাহিনী। অবিলম্বে বন্দুকযুদ্ধের নামে বিচারবহির্ভূত মানুষ হত্যা বন্ধের দাবি জানাচ্ছি। একই সঙ্গে এই সরকারের আমলে হওয়া সব বিচারবহির্ভূত হত্যার তদন্ত দাবি করছি।
‘বেগম খালেদা জিয়ার সঙ্গে নির্বাচনের সম্পর্ক কী’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এ বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তার এই বক্তব্য একতরফা নির্বাচনেরই ইঙ্গিত দেয়।
রমজানেও দেশজুড়ে লোডশেডিং, গ্যাস ও পানির তীব্র সংকট চলছে দাবি করে রিজভী বলেন, গ্যাস সংকটের কারণে বিভিন্ন এলাকায় মানুষের চুলা জ্বলছে না। ফলে সেহেরি ও ইফতারি তৈরি করতে হিমশিম খাচ্ছে। পানি সংকটের কারণে রান্না থেকে শুরু করে অজু -গোসল করতে পারছে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম, মুনির হোসেন, বেলাল আহমেদ ও নির্বাহী কমিটির সদস্য শামসুজ্জামান সুরুজ।
দৈনিক দেশজন /এন এইচ