আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের মধ্য প্রদেশের সাতনা জেলায় গরু জবাই করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রামবাসীরা পিটিয়ে খুন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় আর একজন হাসপাতালে চিকিৎসাধীন। এখন পর্যন্ত এই ঘটনায় ৪-৫ জনকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত চালাচ্ছে তারা।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটেছে এই ঘটনা। আমগড় গ্রামের দুজন অচেনা কয়েকজনকে দেখতে পান, তাদের সঙ্গে গরু ছিল। যখন তারা ঘটনাস্থলে পৌঁছন, ততক্ষণে চারজন চম্পট দিয়েছে, ধরা পড়ে যায় রিয়াজ ও শাকিল নামে দুজন। তাদের প্রচণ্ড মারধর করা হয় বলে অভিযোগ। শুক্রবার ভোরে পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছয় তখন রিয়াজ মারা গেছেন, শাকিলের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাস্থল থেকে একটি জবাই করা বলদের লাশ উদ্ধার করেছে পুলিশ, পাওয়া গেছে বস্তাবন্দি আরো গোশত। সাতনার পুলিশ সুপার জানিয়েছেন, এই ঘটনায় ৪-৫ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন তাঁরা।
এর আগে জানুয়ারিতেও বিহারের মুজফফরপুরে উত্তেজিত জনতা একটি ট্রাকে ভাঙচুর চালায়, মারধর করে চালককে। তাদের সন্দেহ ছিল, ওই ট্রাকে গরুর গোশত নিয়ে যাওয়া হচ্ছে।
দৈনিক দেশজনতা/ টি এইচ