১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩১

৪ টেরাবাইট স্টোরেজের ফোন আনছে লেনোভো

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :

এই প্রথম ৪ টেরাবাইট স্টোরেজের ফোন আসছে। ফোনটি বাজারে আনছে চীনের লেনোভো। মডেল লেনোভো জেড ফাইভ। অধিক স্টোরেজের পাশাপাশি ফোনটিতে ফুল ভিউ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।

সম্প্রতি চাইনিজ মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে লেনোভোর কোম্পানির ভাইস প্রেসিডেন্ট চেং চেং জানিয়েছেন নতুন পার্টিকেল টেকনোলজির ব্যবহারের ফলে তাদের নতুন লেনোভো জেড ফাইভ এ ৪ টেরাবাইট ইন্টারনাল স্টোরেজ ব্যবহারে সক্ষম। এর ফলে গ্রাহকরা নিজেদের স্মার্টফোনে ২০০০ এইচডি সিনেমা ১৫০,০০০ মিউজিক ও ১০ লাখ ফটো স্টোর করতে পারবেন।

আগেই চেং জানিয়েছিলেন যে সম্পুর্ণ বেজেল লেস, নচ বিহীন ডিসপ্লে ডিজাইন থাকতে চলেছে নতুন লেনোভো জেড ফাইভ ফোনে। চেং সেই পোস্টেই জানিয়েছিলেন এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৯৫%।

ফ্ল্যাগশিপ বাজারে টক্কর দিতে খুব শিগগিরই বাজারে আসবে এই ফোন।

এই ফোনে থাকবে ১৮ টি লেটেস্ট পেটেন্ট টেকনোলজি। আশা করা হচ্ছে আগামী ১৪ জুন এক ইভেন্টে লিনোভো অবমুক্ত করবে তাদের লেটেস্ট এই ফোন।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ২০, ২০১৮ ২:২৬ অপরাহ্ণ