আন্তর্জাতিক ডেস্ক:
ব্রিটেনের যুবরাজ হ্যারি এবং মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলের বিয়ে সম্পন্ন হয়েছে। শুক্রবার যুক্তরাজ্যের স্থানীয় সময় সকালে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জ চ্যাপলে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানে যাজক ডেভিড কনার খ্রিস্টান ধর্মমতে তাদের দু’জনকে বিবাহিত বলে ঘোষণা করেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, অনুষ্ঠানে ব্রিটেনের রাণীসহ প্রায় ৬শ’ অতিথি অংশ নেন। তবে বিয়ের আনুষ্ঠানিকতা নির্ধারিত সময়ের ছয় মিনিট পর শুরু হয়। এর আগে শ্বশুর প্রিন্স চার্লসের হাত ধরে বিয়ের মঞ্চে আসেন মেগান মার্কেল। নিয়মানুসারের মেগানের বাবার মঞ্চে নিয়ে আসার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি।
ফলে থমাস মার্কেলের অনুপস্থিতিতে হ্যারির বাবা প্রিন্স চার্লস তাকে মঞ্চে নিয়ে যান। তবে মেগানের বাবা উপস্থিত না থাকতে পারলেও তার মা ডোরিয়া ম্যাগল্যান্ডকে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেছে। এদিকে বিয়ের সময় প্রিন্স হ্যারি আবেগাপ্লুত দেখা গেলেও মেগান ছিলেন শান্ত। অনুষ্ঠানটি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ছাড়াও একাধিক টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়। যুবরাজের বিয়ের অনুষ্ঠানকে ঘিরে পুরো যুক্তরাজ্যেই ছিল উৎসবমুখর পরিবেশ। সকাল থেকেই ব্রিটিশ রাজপরিবারের এই বিয়ের অনুষ্ঠানস্থলে অতিথিরা ছাড়াও আগ্রহীদের আসতে দেখা যায়।
বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন প্রয়াত প্রিন্সেস ডায়নার ভাই আর্ল চার্লস স্পেন্সার, মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব অপরাহ উইনফ্রে, মার্কিন অভিনেতা জর্জ ক্লুনি, ইংল্যান্ড ফুটবল দলের সাবেক অধিনায়ক ডেভিড ব্যাকহ্যাম, ব্রিটিশ সঙ্গীত তারকা এলটন জনসহ অনেকে। বিয়ের আনুষ্ঠানিকতার মাঝেই কেনসিংটন রাজপ্রাসাদ দু’জনের নতুন পরিচয় জানিয়েছে। এখন থেকে প্রিন্স হ্যারি’কে ডিউক এবং মেগান মার্কেল’কে ডাচেস অব সাসেক্স হিসেবে ডাকা হবে। অন্যদিকে, যুবরাজ হ্যারির বিয়েকে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা অভিনন্দন জানিয়ে বার্তাও দিয়েছেন।
দৈনিকদেশজনতা/ আই সি